Home Miscellaneous রথযাত্রার পক্ষে সুপ্রিম কোর্টে মুসলিম যুবক

রথযাত্রার পক্ষে সুপ্রিম কোর্টে মুসলিম যুবক

26
0
Jagannathsuprim
Jagannathsuprim

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পুরীতে চলেছে বিক্ষোভ।আবার শুক্রবার জগন্নাথ মন্দির প্রশাসন ও সেবায়েতদের মধ্যে চলেছে ঘন ঘন বৈঠক। সূত্রের খবর, করোনার সময় সুপ্রিমকোর্টের নির্দেশে বন্ধ রথযাত্রাকে রদবদলের জন্য এক মুসলিম যুবক সুপ্রিম কোর্টে আবেদন করেন।তাঁর ইচ্ছা পুরীর দীর্ঘদিনের এই পরম্পরা যেন বন্ধ না হয়।নারায়ণগড়ের এই যুবক অবতাব হুসেইন তাঁর আইনজীবী প্রণয় কুমার মহাপাত্রের সহযোগিতায় সুপ্রিম কোর্টে যান। আগামী রবিবার সুপ্রীমকোর্ট তাঁদের কথা শুনবেন।অবতাব রথযাত্রা চালুর পক্ষে।তবে রাজ্য সরকার এ ব্যাপারে এখনও কোন আগ্রহ দেখায়নি। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, শেষ মুহূর্তে রথ যাত্রা বন্ধ হয়ে যাওয়ার কারণে মন্দিরের দয়িতাপতিদের বড়োগ্রাহী জগন্নাথ সোয়াইন মহাপাত্র রামচন্দ্র দাসের ক্ষোভ এখনও অটুট।পুরীর শঙ্করাচার্যের অভিমত, হাতির সাহায্যে রথ টানার অনুমতি নেওয়া হোক সুপ্রিমকোর্ট থেকে।আবার শ্রী জগন্নাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেন্দ্রনাথ দাসের বক্তব্য, ২০১৫ সালে নবকলেবরে ব্রহ্মবদল বিভ্রাট থেকেই মন্দিরে নানা দুর্যোগ লেগেই রয়েছে।মন্দিরের সেবায়তদের নানা কুঅভ্যাসেও অশুভ সংকেত দেখা যাচ্ছে।প্রভু জগন্নাথ কেবলমাত্র পুতুল নন, রথযাত্রার সংকট বাস্তবে অশুভ পরিনাম ডেকে আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here