কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনের আবহেও পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চাকরির পরীক্ষায় প্রার্থীবাছাইয়ের ফল প্রকাশে প্রয়াসী হল। সূত্রের খবর, লকডাউনের পূর্বেই সরকারি পলিটেকনিকে অংকে লেকচারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এই সংক্রান্ত নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।
আবার অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট নিয়োগের কাজও চলছে। যেসব প্রার্থীরা ইন্টারভিউয়ের ডাক পাবেন তাঁদের নামের তালিকাও প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে কমিশনের। প্রশাসনিক কাজের ই-ফাইল চালু করছে পিএসসি। যাতে কম প্রার্থী এনে সময়ের কাজ সময়ে করা যায় সেই তৎপরতাও চলছে।
কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, দূরত্ববিধি মেনে অফিসে ন্যূনতম কর্মী এনে কাজ চলছে। কাজ থেমে নেই নিয়োগ প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে। এক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে কমিশন। কোনও কোনও পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আবার কোনও পরীক্ষার ফল যথাসম্ভব দ্রুত প্রকাশে চেষ্টা চলছে।
উল্লেখ্য, রাজ্যের কারিগরি শিক্ষার অধীনে বিভিন্ন সরকারি পলিটেকনিকে অংকের লেকচারার পদে ৩৯ জন সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। আবার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ সিঙ্কোনা এন্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট পদে নিয়োগের প্রক্রিয়ায় ১২ জনকে ইন্টারভিউয়ে ডেকেছে কমিশন। সেই তালিকাও বের হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ১১৮ পদে কয়েকশো প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে কমিশন। অন্যদিকে, সরকারি পলিটেকনিকগুলিতে ফিজিক্সের লেকচারার পদে নিয়োগের ক্ষেত্রে ২০০-র বেশি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে।
জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিতে কীভাবে রাজ্য সরকারি পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার রুটিন বজায় রাখা যায় সে সম্পর্কে আলোচনা হয়। আবার বিভিন্ন লিখিত পরীক্ষা লকডাউন ওঠার পর শুরু হবে বলে জানা গিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বেশি সংখ্যক প্রার্থী থাকায় পিএসসি দপ্তর ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ সেগুলি হয়। পরবর্তী দিনে এই ধরণের পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়াতে হতে পারে বলে মনে করেছে কমিশন।