কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৬৮ জন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত সোমবার অর্থাৎ ৪ মে এম আর বাঙুর হাসপাতাল থেকে ৬৮ জন করোনা মুক্ত রোগী ছাড়া পেলেন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে শ্যামবাজারের ৮৮ বছরের এক মহিলাও বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়া ওই মহিলাই করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সব থেকে বেশি বয়স্কা ছিলেন।
এছাড়া এই দিন করোনাকে হারিয়ে গার্ডেনরিচ এলাকার বাসিন্দা ২১ বছরের এক যুবকও বাড়ি ফিরেছেন। অন্যদিকে, এক প্রসূতি আর জি কর হাসপাতালে ভর্তি থাকাকালীন করোনায় আক্রান্ত হন এবং সেখানেই ওই মহিলা একটি সন্তান প্রসব করেন। চিকিৎসার পর করোনা মুক্ত হয় ২০ দিনের সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তিনিও।