Home Course ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের অনলাইন কোর্স

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের অনলাইন কোর্স

5
0
online course
online course

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) বিপর্যস্ত পরিস্থিতিতে নিজেদের পড়ুয়াদের অনলাইন পাঠদানের সুবিধা দিতে এগিয়ে এল। বাড়িতে বসেই পড়ুয়ারা পড়াশুনা চালিয়ে যেতে পারবেন। এনআইওএস-এর আঞ্চলিক (কলকাতা) কেন্দ্রের অধিকর্তা মনীশ চুঘ জানালেন, এরজন্য পড়ুয়াদের “স্বয়ম” পোর্টালে (http://swayam.gov.in ওয়েবসাইটে) গিয়ে সাইন-ইন/ রেজিস্টার করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে আপনি নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট/ গুগল অ্যাকাউন্ট/ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও লগ-ইন করতে পারেন। এরপর নিচে থাকা NIOS-এর লোগোর ওপর ক্লিক করার পর “ভিউ কোর্স ক্যাটালগ“-এ ক্লিক করলে সরাসরি কোর্সগুলি দেখতে পাবেন।

এছাড়া একদম ওপরে থাকা “অল কোর্স” অপশনে ক্লিক করলেও পাবেন বিভিন্ন কোর্সের ডিটেলস। সেখানে ফিল্টারে বাছাই করবেন “NIOS” এবং নির্দিষ্ট কোর্স বেছে নিতে হবে। এরপর আপনার প্রোফাইল সম্পূর্ণ করে তা সেভ করে রাখবেন। সেখানেই পাবেন কোর্সের মেয়াদ, কোর্স শুরু ও শেষের তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি তথ্য। এক্ষেত্রে মাধ্যমিক স্তরে ১৮টি, উচ্চমাধ্যমিক স্তরে ২০টি, বৃত্তিমূলক শাখার ৫টি এবং এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা বিষয়ের ১টি কোর্সে পড়াশুনা করা যাবে। কোনও তথ্যের প্রয়োজনে ফোন করতে পারেন এই টোল ফ্রি নম্বরগুলিতে: +91-0120-4089800/ 18001809393.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here