অনলাইন সার্টিফিকেশন কোর্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভর্তি শুরু জানুয়ারি-এপ্রিল সিমেস্টারের জন্য ‘স্বয়ম’-এর অধীনে ৫০০টির অধিক অনলাইন সার্টিফিকেশন কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা যায়, দেশের আইআইটি-গুলি ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের যৌথ উদ্যোগ এই কোর্সগুলি পরিচালনায় ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল)। সূত্রের খবর, এই কোর্সগুলি স্টাডি ওয়েবস অব অ্যাক্টিভ লার্নিং পর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ড (স্বয়ম)-এর অধীনে বিনামূল্যে পড়া যায়।

