কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে কুমোরটুলির মৃৎশিল্পীদের ভূত-ভবিষ্যৎ এখন অন্ধকারে। প্রতিমা তৈরি কার্যত বন্ধ। বায়না নেই কোনও পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে। দুর্গাপুজোর পরিস্থিতি ঠিক কোনদিকে গড়াবে এখনই তা ঠিকভাবে বলা যাচ্ছে না। রুটি-রুজির সংস্থান করতেই নাজেহাল প্রতিমা শিল্পীরা। উপার্জন নেই, চলবে কি করে,তা নিয়ে ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা আশেপাশের অভুক্তদের খাওয়ার জোটাতে তৎপর হলেন। সূত্রের খবর, শুকনো খাবার সামগ্রী সহ রান্না করা খাবারও তুলে দিয়ে তাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মৃৎশিল্পীদের এই প্রয়াসে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বেশ কিছু মানুষও।