Home Miscellaneous এখন ডুয়ার্স পর্যটকহীন আরও বেশি সবুজ

এখন ডুয়ার্স পর্যটকহীন আরও বেশি সবুজ

46
0
duarsh
duarsh

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পর্যটকহীন ডুয়ার্স। রাস্তায় হাতি। নাচছে ময়ূরও। লকডাউনের জেরে ডুয়ার্সে দূষণের মাত্রা কমেছে। পরিবেশের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। পাখির কূজন ও বন্যপ্রাণীদের স্বাচ্ছন্দ বিচরণও দেখা যাচ্ছে। এক অজানা, অচেনা ডুয়ার্স। ডুয়ার্সের মূর্তি নদী থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় নেই, রয়েছে নিস্তব্ধতা। প্লাস্টিক ও আবর্জনার স্তূপও চোখে পড়ছে না।

দূর থেকে প্রবাহিত নদীর জলের স্রোতের শব্দ শোনা যাচ্ছে। নিশ্চিন্তে, নিরাপদে ঘুরছে হরিণ, গন্ডার ও হাতি সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীরা। আবার বনমুরগির শব্দ, পেঁচার ডাক সহ বিভিন্ন প্রাণীদের আওয়াজও শোনা যাচ্ছে নির্জন ডুয়ার্সে। দিনের বেলায় সাধারণত এই শব্দ আগে শোনা যেত না। পাশাপাশি ডুয়ার্স হয়ে উঠেছে আরও বেশি সবুজ। সন্ধ্যে হওয়ার সাথে সাথেই শোনা যাচ্ছে ঝিঁঝিঁ পোকার ডাক। ডুয়ার্স প্রকৃতি শান্ত, নির্জন। তবে পর্যটকের ভিড় নেই।

পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাও জানা নেই। অন্যবছর এই সময় ভিড় থাকে। এখন অধিকাংশ বুকিং বাতিল হয়েছে। তাই জনশুন্য ডুয়ার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here