Home Miscellaneous বালুরঘাট সংশোধনাগারে করোনা প্রতিরোধে তৈরি হচ্ছে মাস্ক

বালুরঘাট সংশোধনাগারে করোনা প্রতিরোধে তৈরি হচ্ছে মাস্ক

11
0
mask making
mask making

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করতে মাস্ক বানাচ্ছেন বালুরঘাটের কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক তৈরির বরাতও দেওয়া হয়েছে। উল্লেখ্য, লকডাউন পর্ব শুরু হওয়ার আগেই মাস্ক তৈরির কাজ শুরু করেছিলেন বন্দিরা। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা ৭ জনের টেলারিং সংক্রান্ত কাজ করে দক্ষতা রয়েছে। প্রাথমিকভাবে সরকারিভাবে সুতির কাপড় দেওয়া হয়েছিল মাস্ক তৈরির জন্য। পরে আধিকারিকদের নির্দেশমতো বিশেষ ধরণের সুতির কাপড় দেওয়া হয় মাস্ক তৈরির জন্য। সূত্রের আরও খবর, এখন সবুজ কাপড় দিয়েই তৈরি করা হচ্ছে মাস্ক। প্রতিটি মাস্কের মূল্য ১১ টাকা ধরা হয়েছে। ইতিমধ্যে ওই তৈরি করা মাস্ক মালদা, রায়গঞ্জ, ইসলামপুর ও জলপাইগুড়ির সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here