Home Miscellaneous জুম অ্যাপ ব্যবহারে সাবধানতা

জুম অ্যাপ ব্যবহারে সাবধানতা

28
0
zoom app
zoom app

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শহরের স্কুলগুলি অনলাইন ক্লাসের জন্য জুম অ্যাপ ব্যবহারের সময় পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের সাবধানতা অবলম্বন করার কথা বলছে। ওই অ্যাপ ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে স্কুলের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন অভিভাবকরা। সূত্রের খবর, সাউথ পয়েন্ট, মডার্ন হাইস্কুল, বিড়লা হাই সহ বেশ কয়েকটি স্কুলে অনলাইন ক্লাস চলছে। জুম ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে স্কুলের পড়ুয়ার অভিভাবকদের উদ্বেগও বেড়েছে।

জুমের মাধ্যমে ক্লাস করতে গিয়ে সাইবার জালিয়াতির খপ্পরে পড়ার শঙ্কা কতটা রয়েছে, স্কুলের কাছে তাও জানতে চাওয়া হচ্ছে। মডার্ন হাইস্কুলের পক্ষ থেকে এবিষয়ে জানানো হয়েছে, জুম ব্যবহারের সময় কী কী করতে হবে তা তাঁরা অভিভাবকদের জানিয়েও দিয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে, জুম-এর মাধ্যমে ক্লাস চলাকালীন পড়ুয়ারা যেন তাদের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করে। পাশাপাশি মেসেজের আদান-প্রদান করতেও নিষেধ করা হয়েছে। আবার ক্লাস চলাকালীন অন্য কোনও ভিডিও এবং অডিও বন্ধ রাখতেও পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে। জুম মিটিংয়ের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় না দিতেও বলছে বিভিন্ন স্কুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here