কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পর্যটন শিল্প নিয়ে বৈঠক। রাজ্য সরকার পর্যটন শিল্পকে উপেক্ষা করছে না। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন প্যাকেজে পর্যটন শিল্প জায়গা না পাওয়ায় হতাশা উদ্যোগীরা। উল্লেখ্য, লকডাউন শুরুর পরই পর্যটনের সঙ্গে জড়িত সংগঠনগুলির রাজ্য স্তরের শীর্ষ কর্তা-ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এবার আগামী ২০ মে উত্তরবঙ্গের হোম স্টেগুলিকে নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের পর্যটনের সার্বিক চিত্র তুলে ধরবেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গিয়েছে, গজলডোবায় সেচ দপ্তরের বাংলোয় জলপাইগুড়ির জেলাশাসক থেকে শুরু করে বন, পূর্ত, সেচ, জনস্বাস্থ্য, দমকল ও স্বাস্থ্য-সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পর্যটনমন্ত্রী।