কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন লক্ষীরতন শুক্লা। বাংলার প্রাক্তন অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ প্রচেষ্টাতে ২টি ট্রাক ভাড়া করে ১০০জন পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন ,প্রত্যেকদিন সকালে উঠেই পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্হার কথা জানছি। হাঁটতে হাঁটতে মৃত্যু হয়েছে অনেকের। তাঁদের বাড়ি ফেরাতে এই দায়িত্ব নিয়েছি।