Home Miscellaneous দেশব্যাপী বেকারত্ব কমাতে প্রয়াস কেন্দ্রীয় সরকারের

দেশব্যাপী বেকারত্ব কমাতে প্রয়াস কেন্দ্রীয় সরকারের

29
0
New Employment
New Employment

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দেশজুড়ে বেকারত্ব কমাতে উদ্যোগী হল কেন্দ্র। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সারা দেশের লকডাউন পর্বে ৭৬টি অনলাইন জব ফেয়ারের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। শ্রমমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনে (ইপিএফও) গ্রাহক নথিভুক্তির সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমেছে। লকডাউনের জেরে দেশের প্রচুর মানুষ কর্মহীন। এমনটা মনে করেই নড়েচড়ে বসেছে কেন্দ্র।

সূত্রের আরও খবর, দেশজোড়া লকডাউন চললেও কর্মসংস্থান বৃদ্ধিতে তাঁরা যে উদ্যোগী তা প্রমাণ করতেই মরিয়া শ্রমমন্ত্রক। এ প্রসঙ্গে জানানো হয়েছে, শ্রমমন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) কর্মসূচির মাধ্যমেই এই অনলাইন জব ফেয়ারগুলির আয়োজন করা হয়েছে। কেরিয়ার স্কিল সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শ্রমমন্ত্রক সূত্রে জানানো হয়, বর্তমানে এনসিএস-এর অধীনে প্রায় ১ কোটি কর্মপ্রার্থী ও প্রায় ৫৪ হাজার নিয়োগকারী সংস্থা নথিভুক্ত রয়েছে। আবার এই অনলাইন জব ফেয়ারে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের উপরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here