অলিম্পিক্সে সোনা জয়ী ববি মোরো প্রয়াত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ববি মোরো (৮৪) প্রয়াত। সূত্রের খবর, ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ৩টি সোনা জয়ী হয়েছিলেন আমেরিকান স্প্রিন্টার ববি জো মোরো। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মোরো। আমেরিকার হারলিনজেনে ১৯৩৫ সালে তাঁর জন্ম। জানা গিয়েছে, স্কুলে ফুটবল খেলার সময় তাঁর গতি সবার নজরে এসেছিল। সেই গতিকে অবলম্বন করেই অ্যাথলেটিক্সে আসেন ববি মোরো।