Home Miscellaneous মোবাইল গ্রাহকদের নম্বর ১১ ডিজিটের প্রস্তাব এখনই নয়

মোবাইল গ্রাহকদের নম্বর ১১ ডিজিটের প্রস্তাব এখনই নয়

37
0
Mobile Phone-1
Mobile Phone-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এখনই দেশের গ্রাহকদের মোবাইল নম্বরে সংখ্যা বৃদ্ধি ঘটছে না। ১০ সংখ্যারই থাকছে। টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল গ্রাহকদের নম্বর ১১ ডিজিটের প্রস্তাব এখন তারা দিচ্ছে না। ল্যান্ড লাইন থেকে কোনও মোবাইলে ফোন করতে হলে প্রথমে শূন্য যোগ করতে হবে। সেক্ষেত্রে কেবল ১১টি ডিজিট ডায়াল করতে হবে গ্রাহকদের।

সূত্রের খবর, এই ব্যবস্থা চালু করলে গোটা দেশে অতিরিক্ত ২৫৪ কোটি ৪০ লক্ষ নতুন মোবাইল নম্বরের ভাণ্ডার তৈরি করা সম্ভব হবে। যা মোবাইল পরিষেবা-দানকারী সংস্থাগুলির চাহিদার পক্ষে যথেষ্ট বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ট্রাই আপাতত সব মোবাইল নম্বর ১১ ডিজিট করার প্রস্তাব করেনি। উল্লেখ্য, দেশের সব মোবাইল নম্বর ১১ ডিজিট করার প্রস্তাবের খবর প্রকাশ্যে আসার পর গুঞ্জন তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here