Home Central Government করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে গেল

করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে গেল

42
0
NEET
NEET

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে দিল আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নির্দেশনামায় জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে সর্বভারতীয় নিট হওয়ার সম্ভাবনা। তবে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ৩ মে সারা দেশে মেডিক্যাল, ডেন্টাল এবং আয়ুশ শাখার যাবতীয় মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। গত ২৭ মার্চ অ্যাডমিট কার্ড দেওয়ার কথাও ছিল পড়ুয়াদের।

এক্ষেত্রে ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বিবেচনা করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে জানানো হয়েছে। পাশাপাশি পড়ুয়া এবং অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে ওই নির্দেশে এনটিএ এও জানিয়েছে, যে-কোনও তথ্যের জন্য www.nta.ac.in এবং www.ntaneet.nic.in ওয়েবসাইট দুটি দেখতে পারেন। জানানো হয়েছে পড়ুয়াদের ই-মেল আইডি এবং ফোন নম্বরেও তথ্য জানিয়ে দেবে নিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here