কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পাঠ্যক্রমকে স্বীকৃতি। সূত্রের খবর, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) স্বীকৃত নয়, এমন প্রশিক্ষণ নিয়ে বিপাকে অনেকেই। জানা গিয়েছে, তাঁদের স্বস্তি ফেরাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ২৩টি প্রতিষ্ঠানের ওই সমস্ত পাঠ্যক্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৩ সালের এনসিটিএ আইন সংশোধন করেছে কেন্দ্র। এক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, এরফলে সুবিধা পেতে চলেছেন ওই সমস্ত পাঠ্যক্রমের ১৩ হাজার পড়ুয়া ও ১৭ হাজার শিক্ষক। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, ওই স্বীকৃতি ২০১৭-১৮ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। আগামী দিনে এমন অস্বীকৃত কোর্স পড়িয়ে স্বীকৃতির জন্য আবেদন করা যাবে না বলেও জানানো হয়েছে।