Home Miscellaneous এবার উন্মুক্ত হল বদ্রীনাথের দরজাও

এবার উন্মুক্ত হল বদ্রীনাথের দরজাও

25
0
Badrinath Mandir
Badrinath Mandir

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের জেরে সব তীর্থস্থানই প্রায় বন্ধ। ধাপে-ধাপে তা স্বাভাবিক করার চেষ্টাও চলছে। এক্ষেত্রে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। সূত্রের খবর, কেদারনাথের পর এবার উন্মুক্ত হল বদ্রীনাথের দরজাও। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সাধারণ পূণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টার সময়ে প্রধান পুরোহিত মন্দিরের মূল দ্বারটি খুলে দিয়েছেন। সূত্রের আরও খবর, সামাজিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে প্রথম পুজোটি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here