কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মাস্ক ও গ্লাভসের কালোবাজারি বন্ধ করতে কড়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের। স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভসের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে এন-৯৫ মাস্ককে চিহ্নিত করার পরও অনেক জায়গায় অত্যধিক দামে তা বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যালস এই ব্যাপারে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে।
এবার এই ধরনের কাজে শাস্তির কথা মনে করিয়ে রাজ্যগুলিকে বাড়তি উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) সূত্রে জানানো হয়েছে, কোনওভাবেই পণ্যের গায়ে লেখা এমআরপি-র বেশি দাম নেওয়া যাবে না। এক্ষেত্রে ধরা পড়লে হবে কঠোর শাস্তি। অত্যাবশীয় পণ্য আইন মোতাবেক ৩ মাস থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড-সহ আর্থিক জরিমানাও হবে।