কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সবিতা চক্রবর্তী হার্ট অ্যাটাক এবং রেপিড হিমোগ্লোবিন রোগে আক্রান্ত। তাঁর ব্লাড গ্রুপ AB– (নেগেটিভ)। ওই মুমূর্ষু মহিলা এখন বি পি পোদ্দার হাসপাতাল এন্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেডে ভর্তি রয়েছেন। আজ তাঁর ৩ ইউনিট রক্তের প্রয়োজন ছিল। এই মুমূর্ষু রোগীকে বাঁচাতে বিশেষ কৃতজ্ঞতা দেখিয়েছেন ডাঃ ডি আশিস। তিনি ‘কাজকেরিয়ার’-এর প্রতিনিধিকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতেও মানবিক হয়ে প্রাণ বাঁচাতে সবিতাদেবীকে রক্ত দিয়ে সাহায্য করবেন বালিগঞ্জের বাসিন্দা প্রতীক জৈন। করোনা ও আম্ফান পরিস্থিতির মধ্যে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সহমর্মিতা দেখানোর জন্য ওই ব্যক্তিকে আমাদের আন্তরিক অভিনন্দন।