কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সুপার সাইক্লোন “আম্ফান”-এ ভারত ও বাংলাদেশের ক্ষয়-ক্ষতিতে দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেস। উল্লেখ্য, “আম্ফান” ঘূর্ণিঝড়ে ভারতে ৮৫ জন ও বাংলাদেশে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ব্যাপক ক্ষয়-ক্ষতিও হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুতেইরেস ট্যুইটারে জানান, সাইক্লোন “আম্ফান”-এর জেরে ভারত ও বাংলাদেশের পরিস্থিতি, তার দিকে আমি নজর রেখে চলেছি। ওই দুই দেশে যেভাবে মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, তাতে আমি অত্যন্ত শোকাহত। রাষ্ট্রসঙ্ঘের সদস্যরা ক্ষয়-ক্ষতির মাত্রা খতিয়ে দেখছেন এবং জরুরি প্রয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের ভারতে নিযুক্ত পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালে আয়লা ঝড়ে পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছিল, তার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে “আম্ফান”-এ তাণ্ডবে।