কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফেসবুকের সঙ্গে চুক্তির পরই চীনের জ্যাক মাকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি এখন মুকেশ আম্বানি। হারানো গৌরব ফায়ার এল। মার্ক জুকেরবার্গের ফেসবুকের সঙ্গে জিও-র চুক্তি সম্পন্ন হতেই এশিয়ার ধনীতম তকমা ফিরে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির। সূত্রের খবর, ফেসবুকের সঙ্গে চুক্তির পর আম্বানির সম্পদের পরিমাণ ৪৭০ কোটি ডলার বেড়ে ৪,৯২০ কোটি ডলারে দাঁড়াল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৮ লক্ষ কোটি টাকার মতো।
আবার ফেসবুকের সঙ্গে চুক্তির ফলে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্পদের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। উল্লেখ্য, মুকেশ আম্বানির সংস্থার ৯.৯ শতাংশ শেয়ার ক্রয় করেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ। এই পরিমাণ শেয়ার কিনতে ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করেছেন মার্কিন এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট। ভারতীয় মুদ্রায় যা ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা। ফেসবুক-জিও-র চুক্তির পর চিনের জ্যাক মার থেকে মুকেশ আম্বানির সম্পত্তি ৩২০ কোটি ডলার বেড়ে গিয়েছে। জ্যাক মাকে পিছনে ফেলে বর্তমানে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি।
প্রসঙ্গত, ই-কমার্স সংস্থা আলিবাবা-র প্রতিষ্ঠাতা তথা কর্ণধার জ্যাক মা এতদিন এশিয়ার ধনীতম ছিলেন। এবার সেই রেকর্ড ভাঙল।