কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন। এরপর লকডাউন বাড়বে কিনা সরকারিভাবে সে সিদ্ধান্ত না হলেও কলকাতা হাইকোর্ট ১৫ মে পর্যন্ত রাজ্যের সব আদালতে কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টে ৪ মে, ৭ মে, ১২ মে এবং ১৫ মে এই চারদিন দুটি ডিভিশন বেঞ্চ ও ৩টি সিঙ্গেল বেঞ্চ বসে বিশেষ জরুরি মামলাগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনবেন।