Home Miscellaneous বর্ষায় দ্বিতীয়বার করোনা কামড়ের আশঙ্কা বিজ্ঞানীমহলে

বর্ষায় দ্বিতীয়বার করোনা কামড়ের আশঙ্কা বিজ্ঞানীমহলে

3
0
rain in lockdown
rain in lockdown

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে এখন দফার লকডাউন চলছে। লকডাউন পরবর্তী সময়ে ভারতে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও তারজন্য বেশি উল্লসিত হওয়ার কারণ দেখছেন না ভারতের বিজ্ঞানীমহল। এক্ষেত্রে তাঁরা আশঙ্কা করছেন, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করলে বর্ষার সময় করোনা সংক্রমণ দ্বিতীয়বার ভারতে থাবা বসাতে পারে। জুলাইয়ের শেষ বা আগস্টে করোনার দাপটে আবারও অচল হতে পারে ভারতের জনজীবন।

লকডাউনের পর দ্বিতীয় দফায় এই সংক্রমণের বিষয়টি অনেকটাই নির্ভর করছে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, তার ওপর। উল্লেখ্য, করোনার প্রভাব নিয়ে অন্যান্য দেশের মতো ভারতের বিজ্ঞানীরাও গবেষণা করে চলেছেন। এ প্রসঙ্গে ভারতের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা জানিয়েছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, করোনায় নতুন করে আক্রান্ত হওয়ার গ্রাফ কিছুটা কমেছে। এরপরও আক্রান্ত হওয়ার গ্রাফ নিম্নমুখী হবে। তবে দ্বিতীয় দফায় ফের করোনা সংক্রমণের আশঙ্কা থাকছে। উপযুক্ত সতর্কতা অবলম্বন না করলে ভারতের বুকে জুলাইয়ের শেষ কিংবা আগস্টে আবার করোনা আতঙ্ক ফিরে আস্তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here