কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার জিওতে লগ্নি করছে মার্কিন সংস্থা জেনারেল আটলান্টিক। সূত্রের খবর, লকডাউন পর্বের মধ্যেও বিনিয়োগ ঘরে তুলছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল শাখা জিও। প্রাথমিকভাবে শুরু হয় ফেসবুক দিয়ে। এরপর বর্তমানে জিওতে বিনিয়োগের কথা ঘোষণা করেছে দুই মার্কিন সংস্থা সিলভার লেক এবং ভিস্তা ইক্যুয়িটি পার্টনার্স। জানা গিয়েছে, এবার জিওতে চুতর্থ বিনিয়োগকারী হিসেবে নাম লিখিয়েছে আর এক মার্কিন সংস্থা জেনারেল আটলান্টিক (জিএ)। রিলায়েন্সের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, জিওর ১.৩৪ শতাংশ মালিকানা কিনে নিয়েছে জিএ। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৬ হাজার ৫৯৮ কোটি ৩৮ লক্ষ টাকা। উল্লেখ্য, গত এক মাসে ৬৭ হাজার ১৯৪ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিয়োগ পেল জিও। এই বিনিয়োগের একটা বড় অংশ জিও দেনা মেটাতে ব্যবহার করবে, এমনটা মনে করা হচ্ছে।