Home Miscellaneous বাড়ছে অর্থনীতির ক্ষতির বহর, নানা সমীক্ষায় আশঙ্কাও

বাড়ছে অর্থনীতির ক্ষতির বহর, নানা সমীক্ষায় আশঙ্কাও

4
0
Indian Economy
Indian Economy

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের মেয়াদ যত বাড়ছে, ততই বেড়ে চলেছে অর্থনীতির ক্ষতির বহর। নানা সমীক্ষায় বাড়ছে আশঙ্কাও। সূত্রের খবর, আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্থার ডি লিটলের সমীক্ষায় জানানো হয়েছে, করোনা সংক্রমণের ধাক্কায় ভারতের বেকারত্ব ও দারিদ্র বেড়ে যাওয়ার করুণ চিত্র। এক্ষেত্রে বলা হয়েছে, প্রায় ১০.৮ শতাংশ কমতে পারে অর্থনীতির বহর। আবার জিডিপি-রও মন্দার পূর্বাভাস। পাশাপাশি ভোগ্যপণ্য শিল্প মহলের উদ্বেগ, পরিযায়ী শ্রমিকরা কাজে না-ফিরলে পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আর্থার ডি লিটলের রিপোর্টে জানানো হয়েছে, অর্থনীতি থমকে যাওয়ায় দেশে কাজ হারাতে পারেন প্রায় ১৩ কোটি মানুষ। আবার বেকারত্বের হার পৌঁছতে পারে ৩৫ শতাংশে। করোনার পূর্বে যা ছিল ৭.৬ শতাংশ। এক্ষেত্রে বলা হয়েছে, দারিদ্রের বৃত্তে প্রবেশ করতে পারেন নতুন করে ১২ কোটির মতো। যাঁর মধ্যে ৪ কোটি চরম দারিদ্রে পৌঁছে যাবে। আবার যাঁদের কাজ রয়েছে, তাঁদের একাংশেরও আয় কমে আসবে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এই বেকারত্ব ও দারিদ্রের বিরূপ প্রভাব পড়বে পণ্যের চাহিদার ক্ষেত্রেও। ধাক্কা জিডিপি-তেও। ২০২০-২১ সালের অর্থবর্ষে যা সরাসরি সঙ্কুচিত হতে পারে ১০.৮ শতাংশে। পরের অর্থবর্ষে বৃদ্ধির হার হওয়ার সম্ভাবনা ০.৮ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here