Home Miscellaneous পরিযায়ী শ্রমিকদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

40
0
Nitin Gadkari
Nitin Gadkari

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের আস্থা ফেরাতে নীতীন গড়করির পরামর্শ। সূত্রের খবর, প্রত্যেক শহরে বিকেন্দ্রীকরণ এবং দেশের প্রান্তিক অঞ্চলগুলির উন্নয়নই পরিযায়ী শ্রমিক সমস্যার একমাত্র সমাধান, এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর শহরে কাজ হারিয়ে আবারও গ্রামমুখী দেশের কয়েক লক্ষ দিনমজুর। পায়ে হেঁটে, ট্রেনে-বাসে ও সাইকেল চালিয়ে অনেকেই দেশে ফিরছেন। যে যেমনভাবে পারছেন নিজের বাড়ি ফিরে আসছেন, এমনই রোজকার ঘটনা। অনেক ক্ষেত্রে আবার রাস্তাতেই অনেকের মৃত্যু হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে আমাদের করোনা পরিস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে শহরে আসেন না। প্রবল দারিদ্র গ্রামের মানুষগুলিকে পরিযায়ী শ্রমিক করে তোলে। এখন অসম্ভব যন্ত্রণা এবং ভয় তাঁদের রাস্তায় নামিয়েছে। প্রতিটি জাতীয় সড়কে আমরা তাঁদের জন্য খাবারের বন্দোবস্ত করেছি। এখন পরিযায়ী শ্রমিকদের ভয় কাটানোটাই প্রধান কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here