Home Miscellaneous পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

27
0
Graduate Level Student
Graduate Level Student

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। লকডাউন পর্বে এমনটাই হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। লকডাউন পরিস্থিতিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে অনেকগুলি পরীক্ষা হয়নি। উল্লেখ্য, চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বেড়েছে বেশি। জুন মাসে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, সাধারণত জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে সমস্ত ফ্যাকাল্টির ডিন ও অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কবে থেকে আবার ক্লাস শুরু হবে সে বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ক্লাস চলছে। অনেকেই সেই ক্লাসে যোগ দিচ্ছেন। সরাসরি ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here