কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মোবাইল ফোনের নম্বরে শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর, এই পরিষেবার উপর দেশের মানুষ এতটাই নির্ভরশীল যে, নতুন কানেকশনের জন্য বিভিন্ন সংস্থার ভাণ্ডারে সংখ্যার প্রায় ১০ নম্বর ফুরিয়ে এসেছে। এক্ষেত্রে নতুন কানেকশনের জন্য সমস্ত মোবাইল নম্বর ১০ থেকে বাড়িয়ে ১১ সংখ্যার করার সুপারিশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই।
উল্লেখ্য, দিল্লিতে ট্রাই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত সুপারিশপত্র টেলিকম মন্ত্রকের কাছে জমা দিয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কমলেই এই সুপারিশ কার্যকর করার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হবে। পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই প্রযুক্তিগত প্রস্তুতি নিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, এবছরের শেষদিকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। শুধু মোবাইলই নয়, আগামী দিনে ইন্টারনেট ব্যবহারকারী নেটিজেনদের জন্য পৃথক ডঙ্গলের ক্ষেত্রেও এখনকার মতো ১০ ডিজিটের নম্বর দেওয়া হবে না। এক্ষেত্রে সংখ্যার ১৩ নম্বর বরাদ্দ করার জন্য সুপারিশ করেছে ট্রাই। আগামী দিনে এই আলাদা ব্যবস্থা চালু করতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা।