কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন মিঠুন চক্রবর্তীর পিতা বসন্ত কুমার চক্রবর্তী (৯৫)। পারিবারিক সূত্রে খবর, বেঙ্গালুরুতে শুটিং করতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। লকডাউন পরিস্থিতিতে আটকে পড়েন সেখানে। মঙ্গলবার রাতে বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর প্রশাসনের অনুমতি নিয়ে গাড়ি করে রওনা দেন মিঠুন মুম্বাইয়ে।
পারিবারিক সূত্রে আরও জানা গিয়েছে, বাংলাদেশের বরিশালে বসন্তবাবুর জন্ম। ক্যালকাটা টেলিফোনের কর্মচারী ছিলেন। নকশাল আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় পুত্র মিঠুন চক্রবর্তীকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন বসন্তবাবু। ওইসময় মিঠুন মুম্বাই চলে যান। এরপর এফটিআইআই-তে পড়াশুনো শুরু করেছিলেন। মিঠুনের জীবনে তাঁর পিতার উল্লেখযোগ্য ভূমিকাও রয়েছে। বসন্তবাবু রেখে গেলেন স্ত্রী শান্তিময়ী চক্রবর্তী ও চার সন্তানকে। মিঠুন ছাড়াও তাঁর ৩ কন্যা রয়েছে। মিঠুনের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন চলচিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।