IRCTCMiscellaneous 

খাদ্যাভাবের সুরাহায় এগিয়ে এল রেল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: খাদ্যাভাবের সুরাহায় এগিয়ে এল রেল। সূত্রের খবর, সারা দেশে আইআরসিটিসি-র বেস কিচেনে প্রতিদিন ২.৬ লক্ষ মানুষের খাবার তৈরি হচ্ছে। নামমাত্র দামে রেল ওই খাবার জেলা প্রশাসনকে দিতে আগ্রহী। জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিক বা অন্যান্যদের কাছে ওই খাবার পৌঁছে দিতে পারবেন জেলা প্রশাসন। আবার প্রশাসনের চাহিদা মেনে খাবারের জোগান বাড়ানো হবে। প্লেটপ্রতি দাম পড়ছে ১৫ টাকা।

রেল সূত্রে আরও খবর, লকডাউন সময়কালীন ৩ লক্ষাধিক মানুষকে বিনা খরচে খাবার দিয়েছে রেল। দীর্ঘমেয়াদে ওই পরিষেবা চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে সামান্য দামে খাবার বিক্রি করতে আগ্রহী রেল। রেল সূত্রে আরও বলা হয়েছে, জেলা প্রশাসন এগিয়ে এলে অনেক বেশি দুস্থ মানুষকে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Related posts

Leave a Comment