কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার ওষুধ পরীক্ষায় আয়ুষ মন্ত্রক। আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা পরীক্ষা করতে উদ্যোগী হচ্ছে ভারত সরকার। জানা গিয়েছে, ৪ রকম ওষুধের ট্রায়াল শুরু হয়ে খুব শীঘ্রই। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নাইক জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিহত করতে আয়ুষ মন্ত্রক এবং সিএসআইআর হাতে হাত মিলিয়ে ৪ ধরনের আয়ুষ ওষুধের উপযোগিতা পরীক্ষা করবে। এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু হতে চলেছে। এই ওষুধগুলি করোনা আক্রান্তদের চিকিৎসায় অ্যাড-অন থেরাপি হিসেবে কাজ করবে।
এই সংক্রান্ত বিষয়ে আরও জানা গিয়েছে, আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি– প্রাচীন ভারতের এই ৫ চিকিৎসা পদ্ধতির অদ্যক্ষর নিয়ে নামকরণ হয় আয়ুষ মন্ত্রকের। এই প্রাচীন চিকিৎসা কৌশলগুলি ব্যবহার করে যে চার নতুন ওষুধ তৈরি করা হয়েছে, তা করোনা সরানোয় কাজ দেবে এমনটাই মনে করছে মন্ত্রক।