Home Miscellaneous করোনা নিরসনে ৪ ওষুধের পরীক্ষায় আয়ুষ মন্ত্রক

করোনা নিরসনে ৪ ওষুধের পরীক্ষায় আয়ুষ মন্ত্রক

29
0
shripad-naik
shripad-naik

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার ওষুধ পরীক্ষায় আয়ুষ মন্ত্রক। আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা পরীক্ষা করতে উদ্যোগী হচ্ছে ভারত সরকার। জানা গিয়েছে, ৪ রকম ওষুধের ট্রায়াল শুরু হয়ে খুব শীঘ্রই। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নাইক জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিহত করতে আয়ুষ মন্ত্রক এবং সিএসআইআর হাতে হাত মিলিয়ে ৪ ধরনের আয়ুষ ওষুধের উপযোগিতা পরীক্ষা করবে। এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু হতে চলেছে। এই ওষুধগুলি করোনা আক্রান্তদের চিকিৎসায় অ্যাড-অন থেরাপি হিসেবে কাজ করবে।

এই সংক্রান্ত বিষয়ে আরও জানা গিয়েছে, আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি– প্রাচীন ভারতের এই ৫ চিকিৎসা পদ্ধতির অদ্যক্ষর নিয়ে নামকরণ হয় আয়ুষ মন্ত্রকের। এই প্রাচীন চিকিৎসা কৌশলগুলি ব্যবহার করে যে চার নতুন ওষুধ তৈরি করা হয়েছে, তা করোনা সরানোয় কাজ দেবে এমনটাই মনে করছে মন্ত্রক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here