কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সারা রাত হেঁটে ক্লান্ত ছিলেন। এসে পড়েছিলেন ঔরঙ্গাবাদে। স্টেশনে না পৌঁছেই ক্লান্ত শরীর নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। সূত্রের খবর, ভোররাতে মালবাহী ট্রেন পিষে দিয়ে গেল ১৪ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের এই মর্মান্তিক ঘটনায় মর্মাহত গোটা দেশ। সূত্রের আরও খবর, একদিকে রোজগার বন্ধ। অন্যদিকে খাবার নেই। তার ওপর ট্রেন-বাস বন্ধ। এই বিপত্তির মধ্যেই পরিযায়ী শ্রমিকরা হাঁটছেন। অনেকে আবার হাঁটছেন শিশু কোলে-পিঠে নিয়ে। দেখা যাচ্ছে, কোথাও পথেই লুটিয়ে পড়ছে ক্লান্ত পরিযায়ী শ্রমিকরা।
গতকাল ঔরঙ্গাবাদ থেকে একটি ট্রেন মধ্যপ্রদেশের উদ্দেশে ছাড়ার কথা ছিল। ট্রেন ধরার জন্য তাঁরা পায়ে হেঁটে ঔরঙ্গাবাদ আসছিলেন বলে খবর। জানা গিয়েছে, সড়কপথে আসলে পুলিশ ধরতে পারে। সেইজন্য রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। এক্ষেত্রে তাঁদের উদ্দেশ্য ছিল, মধ্যপ্রদেশ এসে ট্রেন ধরে নিজের রাজ্যে যাওয়া। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হাঁটার পর তাঁরা পৌঁছছিলেন ঔরঙ্গাবাদের কারমাডে। আর হাঁটতে না পেরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন সাতানা আর কারমাডের মাঝের রেললাইনে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ মালবাহী ট্রেনে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এরপর ঔরঙ্গাবাদ গ্রামীণ পুলিশের সুপারিনটেন্ডেন্ট মোক্ষদা পাটিল, আরপিএফ ও কারমাড থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। আহত হওয়া ৫ শ্রমিককে হাসপাতালে পাঠানোর তৎপরতা চলে।