MH-60R CopterMiscellaneous 

এবার ভারতীয় নৌ-সেনার হাতে এমএইচ-৬০আর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হেলিকপ্টার চুক্তি হল। সূত্রের খবর, ডুবোজাহাজ ধ্বংসকারী হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে ৯০ কোটি ৫০ লক্ষ ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। জানা গিয়েছে, শুরু হয়ে গিয়েছে ২৪টি এমএইচ-৬০আর কপ্টার কেনার প্রক্রিয়াও। এবার ভারতীয় নৌ-সেনার হাতে আসছে এমএইচ-৬০আর। সূত্রের আরও খবর, ভারত মহাসাগরে চিন ও পাকিস্তানের ডুবোজাহাজগুলির সঙ্গে মোকাবিলায় এই নতুন কপ্টার চুক্তি হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment