কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১৯৩০ সালে মোহনদাস কর্মচন্দ গান্ধীর ডান্ডি অভিযানের শেষ সাক্ষী ছিলেন একমাত্র তিনিই। সূত্রের খবর, মাত্র ৬ বছর বয়সে সেই উপলব্ধি হয়েছিল তাঁর। জানা গিয়েছে, মায়ের সঙ্গে দাঁড়িয়ে দেখেছিলেন গান্ধীর ডান্ডি অভিযানের সেই পদযাত্রা। ৯৬ বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হল গান্ধী-অনুরাগী হিসেবে খ্যাত ছোটুভাই মাকানের।