Home Miscellaneous কালবৈশাখী ও শিলাবৃষ্টির উভয় সংকটে ব্যাপক ধানের ক্ষতি জেলায়

কালবৈশাখী ও শিলাবৃষ্টির উভয় সংকটে ব্যাপক ধানের ক্ষতি জেলায়

24
0
hail strom
hail strom

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পর পর কালবৈশাখী। অন্যদিকে শিলাবৃষ্টির দাপটে পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির ধানচাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এখন তাঁদের দিশেহারা অবস্থা। সূত্রের খবর, পূর্ব বর্ধমানে বোরো ধানের চাষ হয়েছে ২১ হাজার ২০০ হেক্টর জমিতে। বর্ধমান-১, খণ্ডঘোষ, ভাতার, বর্ধমান-২ ব্লকের ১২৪ মৌজার ২৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ হাজার ৭০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত।

অন্যদিকে হুগলির আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকার বোরো চাষ ক্ষতিগ্রস্ত। এছাড়া হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় ঝড়বৃষ্টির জেরে বোরো ধান ক্ষতিগ্রস্ত। সবমিলিয়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির উভয় সংকটে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গিয়েছে। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমরা কীভাবে মোকাবিলা করব। আমরা চেষ্টা করছি দ্রুত হার্ভেস্টার মেশিন আনার। যে এলাকায় ধান পেকে গিয়েছে সেই এলাকার ধান যাতে চাষীরা দ্রুত কেটে নিতে পারেন সেই ব্যবস্থাকেই প্রাধান্য দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here