কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভরা কোটালে বাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা। আম্ফান তান্ডবে একপক্ষকাল কাটতে না কাটতেই আবারও বিপর্যয় ভরা কোটাল। সূত্রের খবর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও ঘোড়ামারায় নতুন করে প্লাবিত হল এলাকা। নদীর জোয়ারের জলস্রোতে হাসনাবাদের খাঁপুকুর গ্রাম জলমগ্ন। পূর্ণিমার ভরা কোটালের জলে ভাসল বসিরহাট মহকুমার বেশ কয়েকটি গ্রাম। জলস্রোতে ক্ষয়ক্ষতির আরও পরিমাণ বাড়ল হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি ব্লকে।
স্থানীয় সূত্রে আরও খবর, হাসনাবাদের ডাসানদীর বাঁধ ভেঙে টিয়ামারি, টিলেরচক, বেনা, বেদপাটলি, বালিয়াডাঙ্গা, ঠাকুরানিয়াবাদ, গোয়ালআটি সহ একাধিক গ্রাম নোনা জলে ভেসে গিয়েছে। আবার হিঙ্গলগঞ্জের রুপোমারি পঞ্চায়েতের বাইনাড়া ও গেওমারি এলাকায় বাঁধ ভেঙে জোয়ারের জল ঢুকেছে। কোনও মানুষ কোটালের বানে আবারও ভিটেমাটি হারা। উঁচু রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন বাঁচার তাগিদে।