কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান” বিপর্যয়ে নাকাল মানুষ। জনজীবন বিপর্যস্ত। চারিদিকে ধ্বংসস্তুপ। জল নেই, বিদ্যুৎ নেই। খাবারেরও সঙ্কট। সব মিলিয়ে জেরবার পরিস্থিতি। সরকারিভাবে পাওয়া সর্বশেষ খবরের ভিত্তিতে জানা গিয়েছে, রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬। এই তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতির সব খবর এখনও এসে পৌঁছায়নি। এই ধ্বংসলীলার ক্ষয়-ক্ষতির একঝলক তুলে ধরা হল। বিদ্যুৎপৃষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গাছ পড়ে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আবার দেওয়াল চাপা পড়ে ২১ জনের মৃত্যু হয়। এছাড়া বাড়ির ছাদ পড়ে ৫ জন, জলে ডুবে ৩ জন, সাপের কামড়ে ১ জন ও ঘর ভেঙে পড়ে মারা গিয়েছেন ২ জন। ঝড়ের আতঙ্কে হার্টফেল করে মৃত্যু হয়েছে ৩ জনের। ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয় বলে জানা যায়। সরকারিভাবে আরও জানা গিয়েছে, রাজ্যে ক্ষতিগ্রস্ত ব্লক ও পুরসভার সংখ্যা হল ৩৮৪। বিপর্যয়ে রয়েছেন ১ কোটি ৩৬ লক্ষ ১৫ হাজারের মতো মানুষ। আবার ২১.৫৬০ বর্গ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে এবং প্রায় সাড়ে ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য-প্রশাসনের পক্ষ থেকে জানা যায়।