Malda MangoMiscellaneous 

মালদার আমের ব্যাপক ক্ষতি, ব্যবসায়ীদের পিঠ ঠেকেছে দেওয়ালে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : তুমুল ঝড়-বৃষ্টিতে মালদার আমের ব্যাপক ক্ষতি। আম ব্যবসায়ীদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর শুরুতে রেকর্ড ফলনের আশা ছিল। সব কিছু ঠিক থাকলে সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন আমের ফলন হওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য দেরিতে মুকুল আসা, অসময়ের বৃষ্টিতে মুকুল জ্বলে যাওয়ায় শুরুতেই ধাক্কা খেয়েছে।

আবার লকডাউন পর্বে বাগান পরিচর্যাতেও সমস্যা হয়েছে। আড়াই লক্ষ মেট্রিক টন ফলনের আশা থাকলেও তার কোনও উপায় নেই। পাশাপাশি “আম্ফান” জেরে প্রায় ৫০ হাজার মেট্রিক টন আম ঝড়ে গিয়েছে। কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হল আমচাষিরা। বাগানে বাগানে আম কুড়োনোর ধুম লেগে যায়। মালদা জেলায় এবার আমের ব্যবস্থা মন্দা যাবে, এটা জোর দিয়েই বলছেন স্থানীয় মানুষ।

Related posts

Leave a Comment