কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে শহরের রাস্তায় চলল অটো। সূত্রের খবর, শোভাবাজার থেকে রাসবিহারী সর্বত্রই চলছে অটো। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে যাত্রীদের। তবে নিজেদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীদের এই বাড়তি ভাড়া গুনতে আপত্তি নেই। জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশ মেনেই চালানো হচ্ছে অটো। করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণা হওয়ার পর অটো চলাচল কার্যত বন্ধ ছিল।
রাজ্যের মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ পর্যায়ের লকডাউনের ঘোষণার সময়ই জানিয়েছিলেন, ২৭ মে থেকে অটো চালানো হবে শহরে। তবে করোনা সতর্কতা ও সামাজিক দূরত্ব মেনেই চালাতে হবে অটো। সূত্রের আরও খবর, এখন দূরত্ব-বিধি মেনে চালক ছাড়া ২ জন যাত্রী নিয়ে চালানো হচ্ছে অটো। প্রতিটি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। কয়েকটি রুটে আজ ভোর থেকেই অটো চলতে দেখা যায় বলে জানা গিয়েছে।