Home Miscellaneous খুশির ঈদকে ভিন্নভাবে স্মরণীয় করে রাখার প্রয়াস

খুশির ঈদকে ভিন্নভাবে স্মরণীয় করে রাখার প্রয়াস

4
0
Eid Mubarak-1
Eid Mubarak-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে ঈদের আনন্দ ম্লান। গোটা রমজান মাস ঘরে বসেই নমাজ পড়তে হয়েছে। ইফতারও হয়েছে ৪ দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে। আম্ফান পরিস্থিতি আরও বদলে দিয়েছে। চারিদিক বিধ্বস্ত। মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ এবারের ঈদকে ভিন্নভাবে স্মরণীয় করে রেখেছেন। বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন বারাকপুর চক কাঁঠালিয়ার মানুষজন। করোনার সংক্রমণের আবহে সবরকমের জমায়েত বন্ধের নির্দেশ জারি হয়েছে। খুশির ঈদে বেশির ভাগ মানুষই বাড়িতেই নমাজ পড়েছেন।

ঈদ উৎসবের আনন্দ ম্লান হলেও কোথাও-কোথাও চারাগাছ রোপণ করে সবুজ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে। পুরুষ-মহিলা নির্বিশেষে এই গাছ লাগানোর কর্মসূচিতে হাত লাগিয়েছেন। উল্লেখ্য, আম্ফান তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাছ। সামাজিক দূরত্ববিধি মেনে রাস্তার পাশে বা সরকারি ফাঁকা জমিতে গাছ লাগানো হয়। বাসিন্দারা জানিয়েছেন, আম্ফান-এর প্রভাবে বহু গাছ ভেঙে গিয়েছে। যার প্রভাব আগামীদিনে মানব সভ্যতার উপরেই পড়বে। পরিবেশের ভারসাম্য বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here