কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট এবং সিনিয়র সায়েন্টিস্ট পদে ১৩ জনকে নিচ্ছে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিতে। এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি সংস্থা।
সায়েন্টিস্ট: মোট শূন্যপদ ৩টি (অসং ১, শ্রবণ প্রতিবন্ধী ২)। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিসিপ্লিনের মাস্টার ডিগ্রিধারীরা অথবা পিএইচডি (সাবমিটেড) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। থোক মাইনে লেভেল-১১ অনুযায়ী।
সিনিয়র সায়েন্টিস্ট: মোট শূন্যপদ ১০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিসিপ্লিনের মাস্টার ডিগ্রিধারীরা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা পিএইচডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। থোক মাইনে লেভেল-১২ অনুযায়ী।
সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ৬-৭-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী এবং বিধবা/ বিবাহবিচ্ছিনা/ আইনত পতিসঙ্গহীনা মহিলারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউ/ লিখিত পরীক্ষার মাধ্যমে। তবে প্রয়োজনে স্ক্রিনিং কমিটি অন্য পদ্ধতিও গ্রহণ করতে পারে।
আবেদন করবেন অনলাইনে www.nal.res.in ওয়েবসাইটের মাধ্যমে ৬ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখনেন। পরে আপলোড করতে হবে। প্রতি পদের জন্য আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় সই করবেন ও নির্ধারিত জায়গায় ফটো সাঁটবেন। সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি সার্টিফিকেটের জেরক্স।
এগুলি একটি মুখবন্ধ খামে ভরে তার ওপর লিখবেন Application for the post of Scientist/ Senior Scientist, Post Code No._ , Advt. No. ______”. এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৬ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়: The Controller of Administration, CSIR-National Aerospace Laboratories, Post Bag No. 1779, HAL Airport Road, Kodihalli, Bengaluru – 560 017 (Karnataka). এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 6/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে