কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বীকারোক্তি শেন ওয়ার্নের। জানা গিয়েছে, ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে শতাব্দীর সেরা বলে মাইক গ্যাটিংকে আউট করেছিলেন তিনি। এরপর পাল্টে গিয়েছিল তাঁর জীবন। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা লেগস্পিনার শেন ওয়ার্ন। এ বিষয়ে শেন ওয়ার্নের মন্তব্য, ওই ঘটনার পরই আমি কী করছি, তা নিয়ে সকলে আগ্রহী হয়ে পড়েছিলেন। লন্ডনের পাবে বসার ছবি সংবাদপত্রে ছেপে প্রচুর সমালোচনাও করা হয়েছিল। ওই সময়ই বুঝেছিলাম জীবন পাল্টে যাচ্ছে।