কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবীরা ঘূর্ণিঝড়ে আহত পাখিদের শুশ্রূষার ব্যবস্থা করলেন। আম্ফান ঘূর্ণিঝড়ের ঝাপটায় শালিক, দোয়েল, চড়ুই, বক, টিয়া, বুলবুলি, মাছরাঙা সহ বিভিন্ন পাখিদের সাহায্যের জন্য এগিয়ে এলেন ওই তরুণরা। চিকিৎসা ও খাদ্যপানীয় দিয়ে নীড়হারা পক্ষীকূলের পাশে দাঁড়ালেন ওই মঞ্চ। সুস্থ হয়ে অনেক পাখিরা ফিরে গিয়েছে প্রকৃতির কোলে। আহত কাঠবিড়ালিদেরও পরিচর্যা করে সুস্থ করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা।