Home Miscellaneous দাশপুরে ভেঙে পড়ল ৪তলা বাড়ি

দাশপুরে ভেঙে পড়ল ৪তলা বাড়ি

38
0
Daspur
Daspur

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুরে একটি খাল সংস্কারের সময় হটাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালপাড়ে অবস্থিত একটি ৪তলা বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশ্চিন্তিপুর এলাকায় কিছুদিন ধরে শিলাবতী নদীর খাল সংস্কারের কাজ চলছিল। এবং ওই ভেঙে পড়া বাড়িটিতে ফাটল দেখা দিয়েছিল। সেইসময় তড়িঘড়ি ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়িটি প্রথমে হেলতে শুরু করে এবং তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা বাড়িটি। স্থানীয়রা জানান, শিলাবতী নদীর ওই খাল সংস্কারের কাজ ঠিকঠাকভাবে না হওয়ার দরুন এই বিপত্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here