Home Miscellaneous থিয়েটারের ভবিষ্যৎ নিয়ে বিকল্পের খোঁজ

থিয়েটারের ভবিষ্যৎ নিয়ে বিকল্পের খোঁজ

50
0
theater
theater

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে থিয়েটারের ভবিষ্যৎ অন্ধকারে। মঞ্চে একসঙ্গে একত্রিতভাবে আবার কবে দেখা যাবে, তা নিয়ে চলছে জল্পনা। তবে নতুন পথ খোঁজার ভাবনায় রয়েছে থিয়েটারের। বর্তমান পরিস্থিতিতে থিয়েটারের অনেকেই দিশেহারা। কলকাতার থিয়েটার কবে আবার প্রাণচঞ্চল হবে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। জেলার দলগুলোর আরও করুণ দশা। এই শিল্প টিকবে কেমন করে, তা নিয়েই উঠছে জিজ্ঞাসা। অনেকে আবার বলছেন, ২ বছরের আগে থিয়েটারের পরিবেশ স্বাভাবিক হবে না। সিনেমার মতো পরিস্থিতি থিয়েটারে সম্ভব নয়। নাটকে ভিড় না হলে জমে না। দর্শক ছাড়া থিয়েটার, এটা ভাবাই যায় না। তবে পরিস্থিতির কারণে পদ্ধতিগত কিছু পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here