কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দুষ্প্রাপ্য গাছ ও বিরল প্রজাতির প্রাণী বিদেশ থেকে আনলে এবার জানাতে হবে কেন্দ্রকে। সূত্রের খবর, ভিন দেশ থেকে দুষ্প্রাপ্য গাছ বিরল প্রজাতির প্রাণী নিয়ে এসে ব্যক্তিগত সংগ্রহে রেখে দিচ্ছেন অনেকেই। প্রতিপালনের অভিজ্ঞতা না থাকায় অনেক ক্ষেত্রে তা মরেও যাচ্ছে। এই ধরনের দুষ্প্রাপ্য কিছু সংগ্রহে থাকলে আগামী ৬ মাসের মধ্যে তা জানাতে হবে কেন্দ্রকে। পরিবেশ মন্ত্রক এই মর্মে নির্দেশিকা দিয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, এক পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে তাদের নিয়ে আসা হয়, সেই কারণে বিশেষভাবে যত্ন না নিলে ওইসব প্রজাতিকে বাঁচিয়ে রাখা যায় না। তার জন্য অভিজ্ঞতারও প্রয়োজন হয়। কেন্দ্রের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকলে যাঁদের সংগ্রহে দুষ্প্রাপ্য গাছ ও বিরল প্রজাতির প্রাণী রয়েছে, তাঁদের সাহায্যও করতে পারবেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কেন্দ্র বা রাজ্যস্তরে এই সংক্রান্ত কোনও তালিকা নেই। তাই বিশেষজ্ঞ মতামতও দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।