কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন আবহে পালিত হল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। কবির ১২১-তম জন্মদিবস ছিল। স্থানীয় সূত্রের খবর, বিদ্রোহী এই কবির জন্মভিটে চুরুলিয়ায় এক সাদামাঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার নজরুল অ্যাকাডেমির সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম জানিয়েছেন, কবি জন্মদিনের সময়ে ৪৩ বছর ধরে নজরুল মেলা আয়োজিত হয়। এবার করোনা পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না। পাশাপাশি অ্যাকাডেমির পক্ষ থেকে যে পুরস্কারগুলি দেওয়া হয়, তা এবছর স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যজুড়েই নজরুলের জন্মজয়ন্তী পালিত হয়েছে। তবে লকডাউন ও সামাজিক দূরত্ববিধির কারণে প্রকাশ্য কোনও অনুষ্ঠান হয়নি। সামাজিক দূরত্ব মেনে কোথাও-কোথাও অনুষ্ঠান হয়েছে। অন্যদিকে রবীন্দ্রজয়ন্তীর মতো নজরুলকেও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান অনেক মানুষ। এছাড়া অনেকেই বাড়িতে কবির প্রতিকৃতির সামনে নাচ-গান-আবৃত্তির আয়োজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, এমনটা জানা যায়।