Home Miscellaneous করোনার আবহে পুরীর রথযাত্রার আয়োজন বন্ধ রাখার নির্দেশ শীর্ষ আদালতের

করোনার আবহে পুরীর রথযাত্রার আয়োজন বন্ধ রাখার নির্দেশ শীর্ষ আদালতের

7
0
puri rath yatra
puri rath yatra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অনিশ্চয়তা ছিল করোনা পরিস্থিতির জন্য। আজ সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে , এবার অন্য বারের মতো রথযাত্রার আয়োজন করা যাবে ন‌া। শীর্ষ আদালতের মুখ্য বিচারপতি শুনানি চলাকালীন জানিয়েছেন , এই পরিস্থিতির মধ্যে রথযাত্রা হলে জগন্নাথই আমাদের ক্ষমা করবেন না।

প্রসঙ্গত , এ বছর ২৩ জুন রথযাত্রা।পুরীর রথযাত্রা নিয়ে উদ্বিগ্ন ছিল ওড়িশা প্রশাসন। মন্দির কর্তৃপক্ষ রথ বানানোর প্রক্রিয়াও শুরু করে। অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় স্বেচ্ছাসেবী সংস্থা ওড়িশা বিকাশ পরিষদের পক্ষ থেকে। এক্ষেত্রে শীর্ষ আদালতকে অনুরোধ করা হয় , এ বছর করোনা সংক্রমণের জেরে রথযাত্রার আয়োজন বন্ধ রাখার। এরপর নির্দেশ দেয় শীর্ষ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here