রেল পরিষেবা নিয়ে রীতিমতো পরীক্ষার মুখে রেল
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: অবশেষে বুধবার থেকে লোকাল ট্রেন চালু হচ্ছে। তবে বারাসত স্টেশনের নিত্যযাত্রীরা কিছুটা হলেও চিন্তিত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ শতাংশ ট্রেন চলবে আপাতত। যেখানে প্রতিদিন ১০০০টি ট্রেন চলতো, সেখাবে ২০০টি ট্রেন চলবে। প্রসঙ্গত, বনগাঁ লাইনে যাত্রীদের চাপ প্রচুর। সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে কিভাবে যাত্রীরা চলবে তা নিয়েও চিন্তিত রেল কর্তৃপক্ষ। পাশাপাশি থার্মাল স্কিনিংয়ের ব্যবস্থা রাখলেও তা কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ উপসর্গহীন মানুষের সংখ্যা এখন বেশি।
সে ক্ষেত্রে সংক্রমণ আরও বাড়বে বলে আশা সাধারণ যাত্রীদের মধ্যে। পেটের দায়ে সবাইকে বাইরে বের হতেই হবে। নিত্যযাত্রীদের অভিযোগ, বাসের যা অবস্থা তাতে খুবই অসুবিধার মধ্যে রয়েছে যাত্রীরা। বাসে এক এক সময় আলাদা আলাদা রকমের ভাড়া নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে ট্রেনই একমাত্র ভরসা। রেল সূত্রে খবর, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে। সবটা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। নিজেদেরকেও সচেতন হতে হবে। এবার বুধবার লোকাল ট্রেন চালু হওয়ার পর রেল কতটা মানুষের চাপ নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই দেখার।

