bipul royMiscellaneous Trending News 

ফাদার্স ডে-তে বাবার অভাব অনুভব করছে ছোট্ট তামান্না

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ ফাদার্স ডে। মৃত সেনা জওয়ান বিপুল রায়ের ছবির সামনে মেয়ে তামান্না। লাদাখে ভারত-চীন সংঘর্ষে রাজ্যের ২ সেনা জওয়ান নিহত। আলিপুর দুয়ারের বিপুল রায় আর নেই। বাড়িতে শোকের ছায়া। ছোট্ট মেয়ের খুশিও উধাও। বাবা ছুটিতে বাড়ি এলেই খুশিতে ভরে উঠত তার মন। অনেক আবদার ও বায়না মেটাতো তার বাবা। এখন সে পিতৃহারা। পারিবারিক সূত্রে খবর, গতবছর ফাদার্স ডে-তে বাবাকে প্রণাম করেছিল মা শিখিয়ে দেওয়ায়। ওই মুহূর্তে বাবা কোলে নিয়ে ছোট্ট তামান্নাকে অনেক আদরও করেছিল। বছর ঘুরে আবারও সেই দিন এল।

তবে বাবা আর কাছে নেই। বাবা অনেক দূরে চলে গিয়েছে আকাশের তারা হয়ে। ছোট্ট সেই মেয়ে বারান্দায় বাবার ছবির সামনে ছুটে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়। মুখে না বললেও মায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলল তামান্না। সেই মুহূর্তে চোখের জল সামলাতে পারলেন না বিপুল রায়ের সহধর্মিনী রুম্পাও। সূত্রের খবর, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বিন্দিপাড়া গ্রামে গিয়ে বিপুল রায়ের স্ত্রীর হাতে চাকরির অফার লেটার তুলে দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। পাশাপাশি ৫ লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয়।

Related posts

Leave a Comment